শৈলকুপায় মিথ্যা মামলা প্রত্যাহার ও মাদ্রাসা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

আইন-অপরাধ আরো খুলনা পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

মোঃ আমোদ আলী,শৈলকুপা, ঝিনাইদহ,,
ঝিনাইদহের শৈলকুপায় দুই শিক্ষকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও বন্ধ মাদ্রাসা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী। রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কের শেখপাড়া ডিএম কলেজ এলাকার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা সহ কয়েকশত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। তারা অবিলম্বে শেখপাড়া মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপিড়নের মিথ্যা মামলা প্রত্যাহার করে বন্ধ মাদ্রাসায় শিক্ষার পরিবেশ তৈরী করে দিতে প্রশাসনের নিকট দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের শিক্ষক হাফেজ সাকিব সালিম বলেন, তাদের পরিচালক হাফেজ আল ইমরান ও তার ভাই জাকির মজমাদারের বিরুদ্ধে বলাৎকারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দিয়ে মাদ্রাসায় শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক নাহিদা সুলতানা বলেন, একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দুই শিক্ষক জেলহাজতে। এ কারনে মাদ্রাসা বন্ধ থাকায় তার সন্তানের পড়ালেখা ব্যাঘাত ঘটছে। তার দাবি মিথ্যা মামলা থেকে দুই শিক্ষককে অব্যাহতি দিয়ে মাদ্রাসাটি খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে প্রশাসন। অন্যথায় তারা আরো বড় আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।
উল্লেখ্য, কার্টুন দেখানোর লোভ দেখিয়ে শিক্ষার্থীদের সাথে অনৈতিক কাজের অভিযোগ উঠে শেখপাড়া গ্রামের মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের দুই শিক্ষক আল ইমরান ও তার ভাই জাকির মজমাদারের বিরুদ্ধে। এ অভিযোগে গত ১১ অক্টোবর শনিবার রাতে এলাকাবাসী ওই শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ করলে পুলিশ ঘটনা সামালদিতে মাদ্রাসাটির পরিচালক ইমরান হোসাইনকে আটক করে। এরপর ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার দুই ভাইকে আসামি করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছে। বর্তমানে মাদ্রাসাটি বন্ধ রয়েছে বলে জানা যায়। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, দুই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে অভিযুক্তরা জেলহাজতে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *