
মোঃ আমোদ আলী, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় দৈনিক খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শৈলকুপা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। এসময় শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক তাজনুর রহমানের সভাপতিত্বে ও খবরের কাগজ এর শৈলকুপা প্রতিনিধি আলমগীর অরণ্যের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ রেজা, সদস্য সচিব মো. আবুল হাসেম, উদীচী জেলা সভাপতি কেএম শরিফ, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা আব্দুল জলিল জোয়ার্দ্দার, বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটু, শিল্পী মনোয়ার হোসেন মনি, সাংবাদিক শিহাব মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খবরের কাগজ খুব অল্প সময়ে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু প্রিন্ট সংস্করণ নয় ডিজিটাল মাধ্যমেও তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে। আমরা পত্রিকাটির সাফল্য কামনা করি।