হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:পৌরবাসীর অনুদানের অর্থে ক্রয়কৃত শেরপুর পৌরসভার লাশবাহীগাড়ীর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্বোধনউপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরমেয়রআলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় তিনিবলেন, লাশ বহনের জন্য কোনো গাড়ি না থাকায় পৌর এলাকায়দীর্ঘদিনের সমস্যা ছিল। এখন সে সমস্যার সমাধান হয়েছেলাশবাহী গাড়ি ক্রয়ের মাধ্যমে। তিনি আরও বলেন, শেরপুর পৌরএলাকায় লাশবহন ৭শত ও নিজ জেলা যেকোন উপজেলায় ১হাজার ৫শত টাকা এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে লাশ পরিবহনকরা হবে। লাশবাহী গাড়ীটি ক্রয় করতে খরচ হয়েছে ৩০ লাখের অধিকটাকা। এসময় শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নজরুলইসলাম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামানশাপলা, প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ। এসময় শেরপুর পৌরসভার কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।