হারুনুর রশিদ শেরপুর
সারাদেশের ন্যায় জেলা পরিষদ নির্বাচনে সীমান্তবর্তী জেলাশেরপুরে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন জেলা পরিষদের সাবেকচেয়ারম্যান, বর্তমান প্রশাসক ও সাবেক শেরপুর পৌরসভার মেয়র,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্বতন্ত্র প্রার্থীহুমায়ন কবির রুমান।সোমবার ভোটগ্রহণ শেষে বেলা আড়াইটার দিকে বেসরকারীভাবেঘোষিত ফলাফল অনুযায়ী হুমায়ন কবির রুমান মোটরসাইকেলপ্রতীকে পেয়েছেন ৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিআওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকেপেয়েছেন ১৮৭ ভোট। এছাড়া অপর প্রার্থী জাকারিয়া বিষুচশমা প্রতীকে পেয়েছেন ৪ ভোট। এদিকে জেলার সংরক্ষিত ২টিনারী সদস্যের মধ্যে ১নং ওয়ার্ডে (শেরপুর সদর ও শ্রীবরদী) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেটফারহানা পারভীন মুন্নি। ২নং ওয়ার্ডে (নালিতাবাড়ী,ঝিনাইগাতি ও নকলা) থেকে দোয়াত কলম প্রতীকে ১৫০ ভোট পেয়েনির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম রেনু।এছাড়াও সদস্য পদে শেরপুর সদরে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭৪ভোট পেয়ে মুছা মিয়া, ঝিনাইগাতিতে হাতি প্রতীকে ৫৮ভোট পেয়ে আবু তাহের, শ্রীবরদীতে তালা প্রতীকে ১০১ ভোটপেয়ে মাহমুদুল হাসান, নালিতাবাড়ীতে হাতি প্রতীকে ৯৬ভোট পেয়ে হাফিজুর রহমান খোকন এবং নকলায় তালা প্রতীকে ৬৪ভোট পেয়ে সানোয়ার হোসেন ছানু বিজয়ী হয়েছেন।