হারুনুর রশিদ শেরপুর
শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা, শেরপুর জেলা ইউনিটের আয়োজনে জেলা শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভাও কেক কাটা অনুষ্ঠিত হয়।এই সংস্থার জেলা ইউনিটের সভাপতিমো. আছাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা, সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার প্রকাশক ও সম্পাদক, তরুণ শিল্পপতি মো. সাদুজ্জামান সাদী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সহভাপতি এসএম শহিদুল ইসলাম, শেরপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আদিল মাহমুদ উজ্জল।এসময় বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা একটি অনন্য সংগঠন হিসেবে সর্ব মহলে স্বীকৃতিপেয়েছে। ৪০ বছর পার হয়ে ৪১ বছরে যাত্রা শুরু করেছে সংস্থাটি। জিএইচ হান্নান দীর্ঘদিন ধরে সংস্থাটির সাথে কাজ করে যাচ্ছেন এবং বর্তমানে আছাদুজ্জামান মোরাদ সভাপতির দায়িত্ব পালন করছেন। এই সংস্থাটি সুনামের সাথে পরিচালনাকরে যাচ্ছেন তারা দু’জনেই। সংস্থার পথযাত্রায় বিগত ৪০টি বছর যেমন ঐতিহ্য, গৌরব সম্মানের, তেমনি আগামী দিনগুলোতেও সে ধারা অব্যাহত রেখে কাজ করতে পারে। সেই সাথে সংস্থাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।বক্তব্য শেষেপ্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাব সদস্য রবিউল ইসলাম বুলবুল, মো. শাহরিয়ার শাকির, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলাইউনিটের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সদস্য