শেরপুরের শ্যামলবাংলা২৪ডটকম’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরো তথ্য প্রযুক্তি ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হারুনুর রশিদ শেরপুর সংবাদদাতাঃ
জঁমকালো আয়োজনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগের প্রথম পাঠকনন্দিত অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৩১ জুলাই রবিবার সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ৷

শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা ও সাবিহা জামান শাপলা।
শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল ও এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক দশকাহনীয়ার সম্পাদক প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু বকর, জেলা বিসিএস শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবশংকর কারুয়া শিবু, শেরপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট সাদুজ্জামান সাদী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুহসীন আলী আকন্দ, জেলা জাতীয় সাংবাদিকসংস্থার সভাপতি আছাদুজ্জামান মোরাদ, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, শেরপুর ইয়্যুথ রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল ও সঞ্জীব চন্দ বিল্টু, জেলা উদীচীর সভাপতি ও মডেল গার্লস কলেজের অধ্যক্ষ তপন সারওয়ার, সাধারণ সম্পাদক এসএম আবু হান্নান, পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, ফজলুল কবীর সুরুজ, হযরত আলী, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, জনউদ্যোগের সদস্যসচিব হাকিম বাবুল, চরশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মিল্টন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল মিয়া, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম, আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, সাধারণ সম্পাদক লুৎপর রহমান, সমাজসেবক মাছুদুল আলম সরকার, শফিকুল ইসলাম, এসআরডি আলম, শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক রেজাউল করিম বকুল ও মো. ফরিদুজ্জামান, স্টাফ রিপোর্টার জুবাইদুল ইসলাম, মইনুল হোসেন প্লাবন, খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন আহমেদ, জয়ন্ত কুমার দে ও নাওয়ার সালসাবিল দুর্দানা, বিভাগীয় সম্পাদক ডা. হাফিজুর রহমান লাভলু, এ্যাডভোকেট তাজুমুল প্রমুখ৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.