শেরপুরের যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি শ্যামলী ও সাঃ সম্পাদক শিমু

আরো ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:বাংলাদেশ যুব মহিলা লীগ শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিকসম্মেলন ৫ নভেম্বর শনিবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এর আগে জাতীয় সংগীত ও দলীয়পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এসময় বেলুন-ফেস্টুনও শান্তির প্রতীক শ্বেত কবুতর উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনেরউদ্বোধন এবং অতিথিদের সামনে দেশের সংস্কৃতি তুলে ধরে নৃত্য ও গান পরিবেশন করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয়পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।ত্রি-বার্ষিকসম্মেলন দ্বিতীয় অধিবেশনে এডভোকেট ফাতেমাতুজ্জহুরাশ্যামলীকে সভাপতি ও মাহবুবুর রহমান শিমুকে সাধারণসম্পাদক হিসেবে নির্বাচিত করে তাদের নাম ঘোষণা করা হয়।বাংলাদেশ যুব মহিলা লীগ শেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়কএডভোকেট ফারহানা পারভীন মুন্নির সভাপতিত্বে ও সাধারণসম্পাদক সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীরসঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপুউকিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমানআতিক এমপি, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেনআলহাজ্ব ইঞ্জিনিয়ার ফজলুল হক চাঁন এমপি, শেরপুর জেলাআওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালপিপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবমহিলা লীগ সহ-সভাপতি আদিবা আনজুম মিতা এমপি, সহ-সভাপতি সেলিনা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদকশামসুন্নাহার রতœা প্রমুখ। এসময় বাংলাদেশ যুব মহিলা লীগসহ-সভাপতি শারমিন জাহান মেরী, যুগ্ম সম্পাদক নাদিবাপারভীন লাকী, খোদেজা নাসরিন এমপি, সাংগঠনিক সম্পাদকজেসমিন শামিমা নিঝুম, সহ-তথ্য ও গবেষণা সম্পাদকতানিয়া সুলতানা হ্যাপি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.