শেখ রাসেল এর জন্মদিনে দোওয়া, মিলাদ ও আলোচনা সভা

আরো চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

এম.এম কামাল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা শেখ রাসেল স্মৃতি সংসদ এর দোওয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর শুক্রবার বাদ আছর চাঁদপুর শহরতলীর ঘোষেরহাট শেখ রাসেল স্মৃতি সংসদ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান মিজির আয়োজনে উক্ত দোওয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা-শান্তি-ক্রীড়া স্লোগান কে সামনে রেখে শেখ রাসেল এর জন্মদিনে দোওয়া, মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শেখ রাসেল স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ মোবারক আখন্দ।
তিনি বলেন, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মদিনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যত শিশু রয়েছে, সব শিশুর মধ্যে উনি শেখ রাসেলের প্রতিচ্ছবি দেখতে পান।
শেখ রাসেলের যখন ১১ বছর জীবিত থাকা অবস্থায় জাতির পিতার সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন ভিডিও চিত্রে দেখেছি তাঁর যে অংশগ্রহণ কতটা সাবলীল এবং স্মার্টভাবে ছিলেন। তার ভিতরে কোন ভয় বা জড়তা ছিলো না। এ ধরনের গুণ সবার মধ্যে আসলে দেখা যায় না।
শেখ রাসেল দিবস বিশ্বের যত বঞ্চিত শিশু রয়েছে, তাদের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সে বঞ্চিত মানবাধিকার লঙ্ঘিত শিশুদের মানবাধিকার ফিরিয়ে আনার প্রতীক হোক শেখ রাসেল।
জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের নিরাপত্তার জন্যে কাজ করেছেন। আদরের ছোট ভাই শেখ রাসেল সহ পরিবারের সবাইকে হারিয়েও প্রধানমন্ত্রী বাংলাদেশ ও দেশের মানুষের চিন্তা করে বিদেশ থেকে ফিরে এসেছিলেন।
আমাদের সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কা বিজয়ের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করে কাজ করিতে হইবে ইনশাআল্লাহ।
মিলাদ,দোওয়া ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অশোক চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি মুজাম্মেল হক পাটওয়ারী, জেলা জয় পরিষদের সভাপতি মোঃ মাইনুল ইসলাম, চাঁদপুর জেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সহ-সভাপতি মজিবুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক পলাশ কুমার দে, জেলা সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা সভাপতি মোঃ জসিম মুন্সী, চাঁদপুর জেলা শেখ রাসেল স্মৃতি সংসদ এর মহিলা বিষয়ক সম্পাদক পান্না বেগম, সদর উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন অভি, মামুনুর রশীদ মিজি, মুরাদ হোসেন পাটওয়ারী, সলেমান মিন্টু পাটওয়ারী, আল-আমীন মিয়াজী, মোঃ ইমাম ফরাজি, রনি চন্দ্র, আঃ রহমান, বিশ্বনাথ সাহা, মোঃ নোওয়াব আলী গাজী, মোঃ রাশেদুর রেজা ফারুক, শাহীন খান সালেহীন এসময় চাঁদপুর জেলা, সদর উপজেলা ও আশিকাটি ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *