রাজবাড়ী সংবাদদাতাঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৩জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভা ভবনের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিছ আক্তার, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সাভারে শিক্ষক খুন ও নড়াইলে শিক্ষককে অপদস্ত করার ঘটনা কোন ভাবেই কাম্য নয়। শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবী জানান তারা।