শাহরাস্তিতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

আরো চট্টগ্রাম পরিবেশ বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

মো.শাহ আলম ভূঁইয়াঃ
চাঁদপুরের শাহরাস্তিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শাহরাস্তি-হাজীগঞ্জের গণমানুষের নেতা, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, চাঁদপুর ৫ আসনের সাংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

শাহরাস্তি পৌরসভাধীন শ্রী শ্রী মেহার কালীবাড়ী পূজামন্ডপ,উপলতা পুরোহিত বাড়ী পূজামন্ডপ ও নাওড়া ঠাকুর বাড়ী পূজামন্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, সাম্প্রদায়িক বাংলাদেশে নির্বিঘ্নে ধর্ম পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাম্প্রদায়িকতার নজির রেখে সবাইকে নিজ নিজ ধর্মের উৎসব পালনে ভূমিকা রাখছেন।

শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মাহফুজুল কবির, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি ও বর্তমান জেলা সহ সভাপতি ইমদাদুল হক মিলন, ইমরান মনির। পূজা উদযাপন পরিষদের নিখিল চন্দ্র মজুমদার, অমৃত মজুমদার টুটন,গোপাল চক্রবর্তী, সনজিত চন্দ্র সরকার প্রমূখ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.