শাহরাস্তিতে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

মো.শাহ আলম ভূঁইয়াঃ চাঁদপুরের শাহরাস্তিতে “চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়” এই শ্লোগানের আলোকে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় যক্ষ্মা, ম্যালেরিয়া, কোভিড রোগ নিয়ন্ত্রণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৬ই মে শাহরাস্তি অঞ্চলের ব্রাক এর আয়োজনে এই কর্মশালাটি স্থানীয় রিভার ভিউ ক্যাফে রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মোঃ নাজিম উদ্দীন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর। সঞ্চালনা করেন ব্র্যাক কর্মকর্তা সাদ্দাম হোসেন।

কর্মশালায় বক্তারা বলেন আমাদের দেশে এখন যক্ষ্মা, কোভিড, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রয়েছে উন্নত চিকিৎসা। যক্ষ্মা এখন আর মহামারি রোগ নয়। সঠিক চিকিৎসার মাধ্যমে রোগ প্রতিরোধ করা যায়।

যক্ষ্মা শনাক্তকরণের জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাইক্রোস্কোপিক, জিন এক্সপার্ট ও এক্সরে ব্যবস্থা রয়েছে। ব্র্যাকের সহযোগিতায় উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ৪ শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.