মো.শাহ আলম ভূঁইয়াঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সপ্তাহব্যাপী কোভিড-১৯ এর ৩য় অর্থাৎ বুষ্টার জোড টিকা প্রদান কার্যক্রম পুরা উপজেলা জুড়ে শুরু করার লক্ষ্যে কোভিড-১৯ বুষ্টার ডোজ টিকা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ জুন) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নাছরিন জাহান চৌধুরী শেফালী।
সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন।
এ সময় শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্ভোধনের মাধ্যমে ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত হাসপাতালে প্রতিদিন ফাইজারের বুষ্টার টিকা এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি কমিউনিটি ক্লিনিক ও নির্ধারিত কিছু প্রতিষ্ঠানে বুষ্টার ডোজের টিকা প্রদান করা হবে।
যাহাদের কোভিড ২য় ডোজ টিকা গ্রহনের পর ৪ মাস অতিবাহিত হয়েছে কেবলমাত্র তাহারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা নিকটস্থ টিকা কেন্দ্র বা টিকা প্রদান করার জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে গিয়ে টিকা গ্রহন করতে পারবেন।