মো.শাহ আলম ভূঁইয়াঃ সারা বাংলাদেশেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতি বছর আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
করোনাকালীন সময়ে দুই বছর যাবত এই প্রতিযোগিতা অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
দুই বছর বন্ধ থাকার পর আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রামটি এই বছর পুনরায় আবার শুরু হয় এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই প্রোগ্রামটি ধারাবাহিক ভাবে চলছে।
এই ধারাবাহিকতায় (২৩ই মে) টামটা উত্তর ইউনিয়ন ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি উপজেলা সহকারি শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওমর ফারুক দর্জি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।