তৌফিকুর রহমান তাহের (সুনামগঞ্জ) দিরাই-শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় নবাগত ইউএনও মনজুর আহসান ও থানার ওসির সাথে সাংবাদিকদের পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন বিদায়ী ইউএনও আবু তালেবের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো আমি সমাপ্ত করব। শিক্ষা, সংস্কৃতির ক্ষেত্রে অবশ্যই আমার আন্তরিকতা থাকবে। পাশাপাশি হাওরের বোরোধান যাতে নির্বিঘ্নে কৃষক ঘরে তুলতে পারেন সেদিকেও আমার সজাগ দৃষ্টি থাকবে। এসময় নবাগত ইউএনও মনজুর আহসান উপজেলার সাংবাদিকদের সহযোগীতা চান।
অন্যদিকে বিকেল সাড়ে ৩টায় শাল্লা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন থানার নতুন ওসি মিজানুর রহমান। এসময় তিনি বলেন পুলিশ পরিচয়ের বাইরেও আমি একজন মানুষ।আমি মানুষ ভাল কাজগুলো যেন ভালো চোখে দেখতে পারি।এখন থেকে থানায় কেউ দালাল ধরে আমার কাছে আসতে পারবে না। যেকোনো ব্যক্তি সরাসরি আমার সাথে কথা বলবেন। থানায় কারো সাথে কোন ধরনের আর্থিক লেনদেন করতে পারবে না। আমি গরীব দুঃখী মানুষের হয়ে কাজ করতে চাই। কোন অন্যায় কাজকে আমি প্রশ্রয় দেব না। সম্পূর্ণ সত্য ও সততার সাথে আমি কাজ করবেন বলে জানান তিনি। ওসি মিজানুর রহমানও সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এসময় শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাজী বদরুজ্জামানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।