তৌফিকুর রহমান তাহের দিরাই-শাল্লা প্রতিনিধি:
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুত্তিমত্তা ব্যবহার করি”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শাল্লায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(সুনামগঞ্জ)১৫ মার্চ (শুক্রবার) বেলা ১১ টায় শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই দিবস উদযাপন করা হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, শাল্লা সদর (ঘুঙ্গিয়ারগাঁও) বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মহিতোষ দাশ, রেস্টুরেন্ট ব্যবসায়ী নরেশ অধিকারী, চাল ব্যবসায়ী বনমালী দাশ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন প্রমুখ।
বক্তারা ভোক্তা অধিকার সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি সরকারি আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ সহ এলাকার সচেতন মানুষ।