শাল্লায় থানা পুলিশের মতবিনিময় সভা

আইন-অপরাধ আরো পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

তৌফিকুর রহমান তাহের (সুনামগঞ্জ)দিরাই-শাল্লা প্রতিনিধিঃ
শাল্লায় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে থানা প্রশাসনের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টায় থানা পুলিশের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও এসআই আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি।

বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদ শাল্লা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ঘুঙ্গিয়ারগাঁও (সরকার বাড়ি) পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক সুবীর সরকার পান্না, নয়াগাঁও পূজা মণ্ডপের সভাপতি প্রবীর রঞ্জন দাস প্রমুখ।

এসময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি বলেন শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপালনের অতীত অভিজ্ঞতা আমার রয়েছে। আমি ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরেও বেশ কয়েকবার দায়িত্ব পালন করেছি। শাল্লায়ও গত বছর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে করেছি। আপনাদের ভলেন্টিয়ারদের তালিকা তৈরি করুন। শাল্লায় শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দুর্গোৎসব উদযাপিত হোক। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এসময় উপজেলার ২৫টি পূজা মণ্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.