শাল্লায় চালের টিন কেটে দুর্ধর্ষ চুরি

আইন-অপরাধ আরো সারাদেশ সিলেট
শেয়ার করুন...

দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান তাহের
শাল্লা উপজেলায় নং আটগাঁও ইউনিয়নের নিজগাঁও বাজারকান্দি (মিলন বাজারে চালের টিন কেটে মাহি টেলিকম দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরেরা প্রায় ২১ টি স্মার্টফোন,নরমাল মোবাইল, মেমোরী অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম প্রায় ৫ লক্ষ টাকার মালামালসহ নগদ টাকা অর্থ নিয়ে গেছে।

শনিবার (৯ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সুনামগঞ্জ জেলায় শাল্লা উপজেলার নিজগাঁও বাজারকান্দি (মিলন বাজার) মাহি টেলিকম এই চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ী কাসেদ জানান,শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে তারা প্রতিদিনের ন্যায়ে দোকান বন্ধ করে চলে যায়। পরে রাতে দোকান ঘরের ওপরের টেনের চাল কেটে চোরের দল দোকানে থাকা স্মার্টফোনসহ ইলেকট্রনিকস সরঞ্জাম নগদ অর্থসহ প্রায় ৫লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।দোকানে সিসি ক্যামরা থাকার পরও চুরির এঘটনাটি ঘটে।যার জন্য চালের টিন কেটে রুমে এরকম আলামত প্রকাশ পেয়েছে পুলিশ প্রশাসনসহ এলাকার শতশত মানুষ।

এবিষয়ে রনধীর আচার্য্য বলেন, এই রাতে প্রায় পৌনে বারোটার সময় আমি বাড়ি যাওয়ার সময় দোকানে ঘরে শব্দ পাই কিন্তু তেমন গুরুত্ব না দিয়ে সাটার বন্ধ দেখে ফিরে যাই।
দিবা ফার্মেসির ভিডিও ফুটেজ দেখতে শত শত মানুষের ভীর জমায়। কিন্তু কেউ অস্পষ্ট চেহেরা চিনতে পারেনি।নানা জল্পনাকল্পনা চলে ভিডিও ফুটেজ নিয়ে।

এবিষয়ে বাজার সভাপতি মোঃ আজব আলী জানান, ঘটনাটি খুব ন্যক্কারজনক এবং আমার জন্য খুব দুঃখ জনক আমি তীব্র নিন্দা জানাই। এবিষয়ে শাল্লা থানার এসআই শাহীন ভিডিও ফুটেজসহ বিভিন্ন তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্ত সাপেক্ষে অবশ্যই ভিডিও ফুটেজ দেখা অস্পষ্ট ছেলেটি খোঁজে বের করতে হবে বলে জানিয়েছে ভুক্তভোগী মাহি টেলিকমের মালিক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃকাসেদকে।

এবিষয়ে শাল্লা থানার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন,ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটির আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.