শান্তিগঞ্জ থানার এসআই মোহন রায়ের নেতৃত্বে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

আইন-অপরাধ আরো সারাদেশ সিলেট
শেয়ার করুন...

এম আর সজিব সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার এসআই মোহন রায়ের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে ডিবির একটি টিম মাদকদ্রব্য উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাসসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার (২০ জানুয়ারি ২০২৪ খ্রি.) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানাধীন পাগলা থেকে বীরগাঁওগামী পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারের সাথে জড়িত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পনারগাও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রউফ (৩৫)একই গ্রামের সিরাজ আলীর ছেলে ফয়ছল মিয়া (৩২) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার উত্তর বড়কাপন গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী লাকি বেগমকে (২৫) আটক করা হয়। আটককৃত আসামিগণ একটি মাইক্রোবাসে করে মাদক পরিবহন করছিল। তাদের কাছে থাকা মাইক্রোবাসটি তল্লাশি করে ১৭ কেজি মাদকদ্রব্য (গাঁজা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.