ল্যান্ডিং করতে গিয়ে ভেঙে পড়ল ইলন মাস্কের রকেট :দূর্বারবিডি

তথ্য প্রযুক্তি সৌরজগত
শেয়ার করুন...

মঙ্গল গ্রহে মানুষের অভিযাত্রা নিয়ে স্পেস-এক্সের একটি পরীক্ষা সফল হলো না। ল্যান্ডিং করার সময় আগুন লাগে রকেটে, বিস্ফোরণে ভেঙে পড়ে এটি।
মানুষ ও মালপত্র নিয়ে মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা স্পেস-এক্সের। এর জন্য উপযোগী রকেটের পরীক্ষা চালাচ্ছিল প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশ যান প্রস্তুতকারক কোম্পানিটি।
ডয়চে ভেলে জানায়, রকেটটি ঠিকভাবে যাত্রা শুরু করেও ল্যান্ডিংয়ের সময় আগুন লেগে ভেঙে পড়ে। রকেটটি সব মিলিয়ে সাড়ে ছয় মিনিট চালু ছিল।
স্পেস-এক্সের সিইও ইলন মাস্ক এক টুইট করে জানান, ‘পরীক্ষা সফল। তবে নামার সময় গতিবেগ খুব বেশি ছিল। তা হয়েছিল ফুয়েল ট্যাঙ্কে লো প্রেসারের জন্য। প্রয়োজনীয় সব তথ্য আমার টিম পেয়ে গেছে।’
রকেটটি আট মাইল বা ১৩ কিলোমিটার উপরে উঠতে সক্ষম হয়। গতবারের প্রচেষ্টার তুলনায় একশ গুণ বেশি উচ্চতায় পৌঁছতে পেরেছে স্পেস-এক্সের রকেটটি।
সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে ১৬০ ফুট লম্বা রকেটটি বানানো হয়েছিল। রকেটটিতে আগুন লাগার পর বিস্ফোরণ হয় এবং টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। ল্যান্ডিং প্যাডে টুকরোগুলো ছড়িয়ে থাকতে দেখা যায়।
অ্যামাজনের সিইও ও ব্লু অরিজিন রকেট কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই উৎক্ষেপণের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘যারা বিষয়টি জানেন, তারা বুঝবেন, এই পরীক্ষার পিছনে কর্মীরা কতটা খেটেছেন। তারা প্রশংসনীয় কাজ করেছেন।’
গত মাসে স্পেস-এক্স নাসার জন্য একটি মহাকাশকেন্দ্র স্থাপন করেছে। তাছাড়া ফ্লোরিডার মহাকাশকেন্দ্র থেকে তাদের মানুষসহ দ্বিতীয় ফ্লাইটও ছেড়েছে।

এবার তাদের লক্ষ্য মঙ্গলগ্রহে মানুষ পাঠানো। সে জন্য ৩৯৪ ফুটের রকেট স্ট্যান্ড তৈরি করেছে তারা। মাস্ক জানান, আগামী ছয় বছরের মধ্যে মঙ্গলে মানুষ নামবে। ভাগ্য সহায় হলে চার বছরের মধ্যেই সম্ভব হবে। সূত্রঃ দেশ রুপান্তর


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *