লা লিগায় টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল রেয়াল মাদ্রিদ

খেলা বিনোদন
শেয়ার করুন...

আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো জমজমাট। দুই গোলরক্ষক করলেন দারুণ কয়েকটি সেভ। এর মাঝে গোলও হলো। রেয়াল মাদ্রিদ ও সেভিয়ার খেলোয়াড়দের মধ্যে ছড়াল উত্তেজনাও। তবে ম্যাচের ফল রইল অমিমাংসিত।

সেভিয়ার মাঠে শনিবার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

ডাভিড আলাবার আত্মঘাতী গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন দানি কারভাহাল।

লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের তৃতীয় মিনিটেই দুরূহ কোণ থেকে সেভিয়ার জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ফেদে ভালভেরদে। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

২২তম মিনিটে বেঁচে যায় রেয়াল। ইভান রাকিতিচের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও গোললাইন থেকে হেডে ফেরান ডিফেন্ডার কারভাহাল। পরক্ষণে লুকাস ওকাম্পোসের শট ঝাঁপিয়ে ফেরান কেপা আরিসাবালাগা।

২৪তম মিনিটে দারুণ সুযোগ হারান ভিনিসিউস জুনিয়র। মাঝমাঠের কাছাকাছি থেকে বল নিয়ে এগিয়ে বক্সের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। পরের মিনিটে সেভিয়ার জিব্রিল সোর শট পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়।

৩৪তম মিনিটে সেভিয়াকে বাঁচান রেয়ালের সাবেক অধিনায়ক সের্হিও রামোস। বাঁ দিক থেকে টনি ক্রুসের নিচু ফ্রি-কিক বক্সে আলাবার পা ছুঁয়ে জালের দিকে যাচ্ছিল, স্লাইডে দলকে বিপদমুক্ত করেন রামোস।

খানিক পর রামোসের হাতের আঘাতে পড়ে যান জুড বেলিংহ্যাম। এই ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান রেয়াল ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও রামোস। দুই দলের অন্য খেলোয়াড়রা শান্ত করেন দুজনকে।

৫৭তম মিনিটে আরেকটি সুযোগ আসে রেয়ালের সামনে। কাছ থেকে রদ্রিগোর প্রচেষ্টা ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক।

৭৮তম মিনিটে আলাবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেভিয়া। মার্কোস আকুনার ক্রস বক্সে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠান অস্ট্রিয়ান ডিফেন্ডার।

স্বাগতিকদের আনন্দ যদিও বেশিক্ষণ থাকেনি। চার মিনিট পরই সমতা ফেরান কারভাহাল। ডান দিক থেকে ক্রুসের ফ্রি-কিকে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার।

৮০তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত সেভিয়া, চমৎকার এক গোল পেতে পারতেন রামোস; কিন্তু তার শট দারুণভাবে রুখে দেন আরিসাবালাগা।

এর খানিক পর আবার উত্তেজনা ছড়ায় খেলোয়াড়দের মাঝে। এবার ঘটনার সূত্রপাত রেয়ালের একটি কর্নারকে কেন্দ্র করে। সেভিয়ার গোলরক্ষকের হাত থেকে বল নিতে গিয়ে পাননি ভিনিসিউস। পরে গোলরক্ষককে ধাক্কা দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাকে আবার ধাক্কা মারেন সেভিয়ার আরেক জন এসে।

শেষ দিকে দুই দলই বক্সের ঠিক বাইরে একটি করে ফ্রি-কিক পেলেও কেউ কাজে লাগাতে পারেনি।

১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রেয়াল। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ২১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আছে।

৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সেভিয়া।

সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.