লালমনিরহাট সংবাদদাতাঃ
লালমনিরহাট রেলওয়ে ম্যানেজার কার্যালয়ের সামনে অস্থায়ী নিয়োগপ্রাপ্ত (টিএলআর) গন বিক্ষোভ কর্মসূচী পালন করে, এসময় ঠিকাদার কতৃক শ্রমিক নিয়োগ বন্ধের দাবী জানান তারা।
বুধবার (১৫ইজুন) লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (DRM)কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় অস্থায়ী নিয়োগপ্রাপ্ত (টিএলআর) গন ০৫দফা দাবী তুলে ধরেন।সমাবেশে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃওমর ফারুখ,রেল শ্রমিকলীগ লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আঃমান্নান, আবু মুসা , সহ শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন ঠিকাদারি প্রতিষ্ঠান কতৃক আউট সোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগ বন্ধ করতে হবে,রেল বিধান মতে তিন বছরের অধিক হলে চাকুরী স্থায়ী করন করতে হবে। অস্থায়ী কর্মচারীদের তিনটি উৎসব ভাতা প্রদান করতে হবে,নিয়োগ বিধি ২০২২ সংশোধন না করেই দুইটি পদে নিয়োগ পক্রিয়া স্থগিত করতে হবে।কথায় কথায় (টিএলআর) দের চাকুরিচুত্য করা যাবেনা।
সমাবেশে দুই শতাধিক টিএলআর উপস্থিত ছিলেন, তারা কন্নাজড়িত কন্ঠে বলেন আমরা দীর্ঘদিন যাবত অর্ধেক বেতন ভাতা সুবিধা নিয়ে অস্থায়ী ভাবে রেলে সেবা দিয়ে যাচ্ছি, অথচ এখন শুনছি আমাদের বাদ দিয়ে আউট সোর্সিং এর মাধ্যমে খালাসি, গেটকিপার,ওয়েম্যান, পয়েন্টম্যান পদে লোক নেওয়া হবে।এই পক্রিয়ায় লোক নিয়োগ দিলে শত শত টিএলআর বেকার হয়ে পড়বে, এবং আমাদের পরিবার রাস্তায় নামবে।আমরা তাই সরকারের কাছে দাবী জানাই এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকার কে সরে আসার জন্য।