লালমনিরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরো রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

লালমনিরহাট সংবাদদাতাঃ
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের উদ্দোগে দিনভর নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে উদযাপিত হলো আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,মহিলা আওয়ামীলীগের সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার(২৩জুন) সকালে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকাল ০৯টায়,সংগ্রাম,অর্জন, গৌরবের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কর্মসূচী শুরু হয় দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান শেষে, স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদ স্মরণ সহ ,৭৫ সালের ১৫ই আগষ্ট শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারে নিহত সকল শহীদ,জেল খানায় নিহত জাতীয় চারনেতা স্মরনে এক মিনিট নীরবতা পালন৷

বিকেলে মহেন্দ্রনগর বাজার থেকে একটি র‍্যালী বের হয়ে বুড়ির বাজার প্রদক্ষিণ করে মহেন্দ্রনগর তফসিল অফিস মাঠে এসে উপস্থিত হয়ে আলোচনা সভা শুরু হয়। ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা। সাবেক ছাত্র নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর। হারাটি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা (সাবেক মেম্বার) আমিনুল ইসলাম খান। ছাত্র নেতা এনামুল সাইদ প্রমুখ।

লালমনিরহাট বিডিআর গেট চত্বরে পৌর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়,আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, কাজী নজরুল ইসলাম তপন, জেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম রিপন,পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য অ্যাডঃসফুরা বেগম রুমী।
মোগলহাট ইউনিয়নের মোগলহাট ফুটবল খেলার মাঠে আলোচনা সভা ও গন ভোজের আয়োজন করা হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মমিন মোল্লা, ছাত্রলীগ নেতা তুষার, লিটন, জহর আলী, যুবনেতা মশিউর রহমান প্রমুখ ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.