লাকসাম প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসামে হোটেল সুপার (আবাসিক) থেকে ৮৩,২৭০ টাকা ও ১৭ টি মোবাইল ফোনসহ ১৬ জন জুয়ারীকে আটক করেছে৷ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে ৷
জানাজায় বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী টহল দল ও পুলিশের যৌথ অভিযানে লাকসাম পৌর শহরের হোটেল সুপার আবাসিক থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে,থানায় সোপর্দ করা হয়৷
লাকসাম থানার পুলিশের এসআই মাসুদ বলেন, সেনাবাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে পুলিশকে খবর দিলে, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়৷ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে৷