লাকসাম স্টামফোর্ড স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব

আরো কুমিল্লা চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

১ জানুয়ারি ২০২৪, বছরের প্রথম দিনে সারাদেশের মতো লাকসাম স্টামফোর্ড স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব পালন করা হহয়৷ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক শিক্ষিকা সহ ম্যানেজিং কমিটির সদস্যরা৷
কোরআন তেলাওয়াত,, গীতা পাঠ দিয়ে বই বিতরণ উৎসব শুরু করা হয়৷
বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণকে একটি বড় সাফল্য হিসাবে দেখান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা৷
প্রধান অতিথি এবং প্রধান শিক্ষকের দুজনের ব্যক্তবে বলেন, নতুন শ্রেণিতে নতুন বই পড়া ও বিনামূল্যে সেগুলোর পাওয়ার আনন্দই আলাদা। সবচেয়ে বড় কথা, প্রতিবছর বই বিতরণকে কেন্দ্র করে কোটি কোটি কোমল মতিদের যে উৎসবের ছোঁয়া লাগছে তাতে এক ধরনের সার্বজনীনতা রয়েছে। অনেক দরিদ্র পরিবার সন্তানদের নতুন বই কিনে দেওয়ার সামর্থ্য রাখে না। ফলে সেসব পরিবারের শিক্ষার্থীদের পুরোনো বই দিয়েই বছর পার করতে হতো এক সময়। তবে টানা এক যুগেরও বেশি সময় ধরে সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করায় বছরের শুরুতেই এখন সকল শিক্ষার্থী হাতে থাকে নতুন বই, আর নতুন বই পেয়ে খুবই আনন্দিত শিক্ষার্থীরা
অভিভাবকেরা জানান আমরা খুব আনন্দিত কারণ আমাদের সন্তানেরা বছরের শুরুতেই নতুন বই হাতে পেলে, নতুন বই পেয়ে বাচ্চাদের লেখাপড়ার প্রতি আগ্রহ অনেকটাই বেড়েছে, আনন্দের সাথে তারা বই পড়বে৷
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির এমডি জয়নাল আবেদী, পরিচালক বিল্লাল হোসেন, শফিকুর রহমান, তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক হারুন আর রশিদ, অভিভাবক সাংবাদিক সেলিম চৌধুরী হীরা সহ আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ৷

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.