লাকসাম মুদাফফরগঞ্জ বাজারে ইউএনও’র মতবিনিময় সভা

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরাঃ
লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে আইন-শৃঙ্খলা রক্ষা, বাজার মনিটরিং, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা। এছাড়া বাজারের ব্যবসায়ী ও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ইউএনও কাউছার হামিদ বলেন,
মুদাফফরগঞ্জ বাজার লাকসামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। এ বাজারকে নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ রাখতে হলে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা অপরিহার্য। এসব বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

সভায় ব্যবসায়ীরাও বাজারের নানা সমস্যা তুলে ধরেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন। স্থানীয় প্রশাসন ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে বাজারের সার্বিক শৃঙ্খলা রক্ষায় কাজ করার আশ্বাস প্রদান করে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *