
স্টাফ রিপোর্ট,
বাবার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে লাকসাম-মনোহরগঞ্জ আসন বিএনপিকে উপহার দিতে চান সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ার উল আজিমের একমাত্র কন্যা সামিরা আজিম দোলা। গুমের শিকার হিরু-হুমায়ুন পরিবারের পাশে থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
১৩ জুলাই (রবিবার) লাকসাম উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজিত এক পথসভায় দোলা বলেন,
“আমার বাবা জীবদ্দশায় লাকসাম-মনোহরগঞ্জের মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছেন। বাবার সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আমি বিএনপির মনোনয়ন পেলে নেতাকর্মীদের সাথে নিয়ে এই আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ।”
ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং দোলাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। উপস্থিত নেতাকর্মীরা জানান, সামিরা আজিম দোলা লাকসাম-মনোহরগঞ্জের রাজনীতিতে বিএনপির জন্য নতুন শক্তি ও আশার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন।
লাকসাম পৌর বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাজী আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন জসিম, মঞ্জুরুল আলম বাচ্চু, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাবার মতো দোলা মাঠের রাজনীতিতে থেকে বিএনপির পতাকা উঁচিয়ে ধরবেন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।