সেলিম চৌধুরী হীরা: কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক মো. আবুল খায়ের। শনিবার (২৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ ঘোষণা দেয়া হয়। আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। অধ্যাপক মো. আবুল খায়ের ২০১৫ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনেও আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। ওই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতে নিরলস কাজ করেন। এ পৌরসভাকে স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যে বর্তমানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। লাকসাম পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় অধ্যাপক মো. আবুল খায়ের বলেন, আমাকে দলীয় প্রার্থী হিসেবে পুনরায় মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলজিআরডি মন্ত্রীর আন্তরিকতায় বিগত ৫ বছরে লাকসাম পৌরসভায় রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পৌরবাসী আমাকে পুনরায় নির্বাচিত করবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।