লাকসাম প্রতিনিধিঃ আসন্ন তৃতীয় ধাপে পৌর নির্বাচনে লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের ২য় বারের মত মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে তিনি এলাকাবাসী, সর্মথক, দলীয় নেতা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে ঢাকা ধানমন্ডি-৩ এর দলীয় কার্যালয়ে তৃতীয় দফায় পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরম জমা দেন।
এ সময় তার সাথে লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাব্বানী, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক দলিলুর রহমান মানিক, আবদুর রব মজুঃ, লাকসাম-মনোহরগঞ্জে পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক-ডাঃ রাজীব কুমার সাহা, ঢাকা কলেজ ছাত্রলীগ মোঃ শামীম, ঢাকা ১৮ নং ওয়ার্ড যুবলীগ নিউমার্কেট থানা মোঃ নাসির, সাবেক সহ সভাপতি -বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ইজিঃ জাকের হোসেন সাগর, সহ-সভাপতি -জগন্নাথ ইউনিভার্সিটি ছাত্রলীগ মোঃ লুৎফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
উল্ল্যাখ, অধ্যাপক আবুল খায়ের গত পৌর নির্বাচনে নৌকা প্রতীক লাকসাম পৌর মেয়র হিসেবে নির্বাচিত হয়ে দ্বায়ীত্ব পালন করে আসছেন৷