
সেলিম হীরা, লাকসাম:
সবুজ প্রকৃতি, নির্মল পরিবেশ, বৃক্ষরোপণেই হবে সমাধান, এই কথাকে সামনে রেখে লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিনের নিজস্ব উদ্যোগে আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা চত্বরে ঝাউ গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃক্ষ রোপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) মিলন চাকমা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুল্লাহ সবুজ।
বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি নার্গিস সুলতানা বলেন, গাছ কেবল পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের বেঁচে থাকার জন্যও অপরিহার্য। আমরা যদি প্রত্যেকে নিজের উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই পরিবেশ রেখে যেতে পারব।
এ সময় কৃষি কর্মকর্তা আলাউদ্দিন বলেন, গাছ লাগানো শুধু একটি কাজ নয়—এটি ভবিষ্যতের বিনিয়োগ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণই সবচেয়ে কার্যকর উদ্যোগ।
উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ শেষে চারাগুলোর পরিচর্যা ও নিয়মিত পর্যবেক্ষণের উপর গুরুত্বারোপ করেন।