লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা সিইও, একই স্কুলের ৮ শিক্ষক করোনা আক্রান্ত

আববাওয়া আবহাওয়া করোনা আপডেট কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসাম পশ্চিমগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন শিক্ষকের মধ্যে ৮ জনই করোনা আক্রান্ত৷ উপজেলায় হঠাৎ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে তিনগুণ বেড়ে গেছে।

গত সোম ও মঙ্গলবার দুদিনে লাকসামে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা সিইও, একই স্কুলের ৮ শিক্ষকসহ ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে৷

আক্রান্তদের মধ্যে উল্ল্যাখ যোগ্যরা হলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিলুফার ইয়াসমিন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ এবং একই স্কুলের ৮ শিক্ষকরা হলেন, স্কুলের প্রধান শিক্ষক সম্পা রানী সাহা, সহকারী শিক্ষক শাহ আলম, একরামুল হক খন্দকার মুন্না, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম। করোনায় আক্রান্ত শিক্ষকরা সকলেই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক সম্পা রানী সাহা৷

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তিনি সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। তাছাড়া রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ সর্বদা তৎপর রয়েছে৷

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.