লাকসাম উপজেলা কারাতে একাডেমির শিক্ষার্থীদের সঙ্গে নবাগত ইউএনও নার্গিস সুলতানার সৌজন্য সাক্ষাৎ

আরো কুমিল্লা খেলা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম হীরা, লাকসাম (কুমিল্লা):
লাকসাম উপজেলা কারাতে একাডেমির শিক্ষার্থীদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলা প্রাঙ্গণে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) মিলন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ এবং উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন।

সাক্ষাৎকালে কারাতে একাডেমির প্রশিক্ষক ও শিক্ষার্থীরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং একাডেমির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক। এ ধরনের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও কুসংস্কার থেকে দূরে রাখে।

তিনি আরও বলেন, সরকারি পর্যায়ে খেলাধুলা ও ক্রীড়া প্রশিক্ষণকে উৎসাহিত করতে আমরা সবসময় পাশে থাকব। ভবিষ্যতে লাকসামের এই একাডেমি জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে আনবে বলে আমি আশাবাদী।

সাক্ষাৎ শেষে অতিথিরা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি তার কন্যাকে কারাতে একাডেমিতে ভর্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *