এম এ কাদের অপু।। কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন খুন্তা গ্রামের আবদুল বারেক নামক ব্যক্তি নিখোঁজের ৫ মাস হলেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আবদুল বারেক গত ২৮/০১/২০২২ তারিখে প্রবাস থেকে এসে রামচন্দ্রপুর আবদুল মজিদ কমপ্লেক্সের দেখাশুনার দায়িত্বে থাকাকালীন তারই আপন ভাই আবুল বাশারের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। এই বিরোধের কারণেই তাকে নিখোঁজ করা তারই আপন ভাই। তাই, নিখোঁজ আবদুল বারেকের স্ত্রী বাদী হয়ে মোকাম কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ০৬ নং আমলী আদালতে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন৷
মামলার ১ নং আসামী আবুল বাসার ২ / আবুল কাশেম উভয় পিতা, মৃত. মজিদ মিয়া সাং কাকঘর, ৩/ রোকসানা বেগম (৫৫) স্বামী সাদেক আলী এবং ৪ নং আসামী আবুল খায়ের পিতা- মৃত আমির হোসেন সাং শ্রীপুর।
গত ২২-০৮-২০২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকা থেকে নিখোঁজ আবদুল বারেক কে কোথায়ও খুঁজে পাওয়া না যাওয়ায় বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নাই।
এর আগে ১ ও ২নং আসামী মোবাইল ফোনে জানায় যে, কিছু অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর দিলে সকল সমস্যা সমাধান করে দিবে, এতে নিখোঁজ আবদুল বারেক রাজি না হওয়ায় মামলায় উল্লেখিত তারিখ হইতে প্রায় ৫ মাস থেকে কোনো খোজখবর পাওয়া যাচ্ছেনা এবং ব্যবহারিত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে বলে জানান তার স্ত্রী৷
আবার ১নং আসামী বর্তমানে প্রবাসে থেকেও মামলার বাদী নিখোঁজ আবদুল বারেকের স্ত্রী রাশেদা বেগমকে হুমকি দিয়ে আসছেন।
এইদিকে নিখোঁজ এই মামলার তদন্ত করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা কে।
এইদিকে নিখোঁজ স্বামী আবদুল বারেকের কোনো খবর না পাওয়ায় দিশেহারা তার স্ত্রী মামলার বাদী রাশেদা আক্তার সহ তার ছেলে মেয়েরা।
উল্লেখিত আসামীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে এই ব্যাপারে কেউ কোনো কথা বলতে রাজি হয়নি।