লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন ফারহানা হাউজ নামক একটি বিল্ডিং থেকে মঙ্গলবার (১৭ আগষ্ট) ৩ পতিতা ও ২ খদ্দরসহ ৫ জনকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার এসআই কিশোর কুমার সঙ্গীয় ফোর্সের পরিচালনায় এই অভিযানে উপজেলার পশ্চিমগাও এলাকা থেকে লক্ষীপুর সদর থানার ১ জন, চাঁদপুর জেলার সদর থানার ১জন ও স্থানীয় ১জন সহ মোট তিন পতিতা এবং লালমাই উপজেলার জালগাঁও গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে ফয়েজ আহম্মেদ (৩৫) এবং নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে শাহিন আলম (২০) সহ একই অভিযোগে মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
লাকসাম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷