লাকসামে ২ দিন নিখোঁজ থাকার পর বেড়ী থেকে কিশোরের লাশ উদ্ধার

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামের বাকই দঃ ইউনিয়নের কৈটইশা গ্রামের জব্বার মিয়ার ছেলে মেহেদী (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ৷
জনাজায় নিহত মেহেদী কৈটইশা গ্রামের হতদরিদ্র জব্বার মিয়া ও ফাতেমা বেগমের দুই ছেলের মধ্যে বড় ছেলে৷ পেশায় সে একজন নির্মাণ শ্রমিক৷
বৃহস্পতিবার বিকালে এলাকার লোকজন মাছের বেড়ীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়৷ বাকই দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালের কৈটইশা গ্রামের পুরতন বাড়ীর মাছের বেড়ী থেকে হতভাগ্য এই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসীর সূত্রে জানাযায়, নিহত মেহেদী বিগত দুই দিন যাবত নিখোঁজ ছিলেন৷ সূত্র গুলো আরো জানায়, হতদরিদ্র মেহেদীর কোন শত্রু বা কারো সাথে কোন বিরোধ নেই৷ সে কোন অসামাজিক কাজ জড়িত ছিলো না৷ তাহলে এই মৃত্যুর রহস্য কি তা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷
এ ব্যপারে লাকসাম থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়াও অব্যাহত রয়েছে৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.