নিজেস্ব প্রতিনিধি:
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্রামে দীর্ঘ ১৭ বছর পর চলাচলের পূর্বপুরুষের রাস্তা ফিরে পেল ২৮টি পরিবার। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় রাস্তাটি পুনরুদ্ধার করা হয়।
জানা গেছে, বাড়ির মহিলাদের ঝগড়ার রেশ ধরে ২০০৩ সালে শ্রীয়াং উত্তরপাড়া নয়া গাজী বাড়ির ২৮টি পরিবারের একমাত্র চলাচলের এ রাস্তাটি বন্ধ করে প্রাচীর তুলে দেন স্থানীয় আবুল বাশার মাস্টার। দীর্ঘ সময়ে বহু দেন দরবার হলেও রাস্তাটি খুলে দেয়া হয়নি। অন্যের বাড়ির উপর দিয়ে তারা কোন মতে যাতায়াত করছিল। সম্প্রতি স্থানীয়ভাবে কয়েকদফা সালিশের পর আবুল বাশার মাস্টার রাস্তা খুলে দিতে সম্মত হন। অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ সওদাগরের সহযোগিতায় কয়েকজন ইউপি সদস্যের উপস্থিতিতে শুক্রবার (৪ ডিসেম্বর) রাস্তাটি খুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনুস মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ সোলমান, ৮নং ওয়ার্ডের মেম্বার শহীদুল্লাহ চৌধুরী, এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, শফিউল্লাহ ভূইয়া, উত্তরপাড়া জামে মসজিদের সহ-সভাপতি মোস্তফা কামাল, শাহ আলম, আবুল বাশার মাস্টার প্রমুখ। ওই সময় লাকসাম থানার উপপরিদর্শক আমিনুল হক সিকদার ফোর্স নিয়ে এলাকা পরিদর্শন করেন।
দীর্ঘ ১৭ বছর পর রাস্তাটি খুলে দেয়ায় নয়া গাজিবাড়ির নুরুল আমিন, বাচ্চু মিয়া, কালু মিয়াসহ ২৮টি পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ স্বস্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরদিকে, আবুল বাশার মাস্টার জানান, এলাকাবাসীর চলাচলের স্বার্থে আমি রাস্তাটি খুলে দিতে সম্মত হই। এতে অনেকগুলো পরিবার উপকৃত হবে।