কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
সেনাবাহিনীর পক্ষ থেকে লাকসামে বন্যাপীড়িত অসহায় ২৮০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
গতকাল দিনব্যাপী উপজেলর উত্তরদা ও কান্দির পাড় আতাকরা, উত্তর পশ্চিমগাঁও, আমুদা, কান্দিরপাড় গ্রামের বন্যাপীড়িত ২৮০টি অসহায় পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা প্রদানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর লাকসামে দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন খবির ও মাহদী। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদানকালে সার্বিক সহযোগিতা করেন, ডেইলি প্রেজেন্ট টাইম পত্রিকার কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধি ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, লাকসাম বই প্রেমী সংগঠনের স্কুল ও কলেজ সম্পাদক সারিয়া চৌধুরী৷
লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বলেন প্রত্যন্ত এলাকার হতদরিদ্র ও বন্যাপীড়িত অসহায় ২৮০ টি পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর এই খাদ্য সহায়তা প্রদান নি:সন্দেহে প্রশংসার দাবিদার। তিনি এমন মানবিক সহায়তা প্রদানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ সেনাবাহিনীর লাকসামে দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন খবির ও মাহদী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগ প্রতিদিন উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং এ মানবিক কার্যক্রম চলমান রয়েছে।