সারিয়া চৌধুরী, লাকসাম:
কুমিল্লার লাকসামে বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়ন, কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির সংবর্ধনা, বেল্ট ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে লাকসাম সিতোরিউ কারাতে-দো অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম উপজেলা কারাতে একাডেমির সভাপতি মো. কাউছার হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অন্যায় কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা ও মনোবল তৈরি করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের কুমিল্লা জেলা আহ্বায়ক মো. নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও লাকসাম কারাতে প্রশিক্ষক মো. হারুন অর রশিদ সুমন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সদস্য সচিব মো. জুবায়ের ইসলাম খালিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক সৈয়দ মিজানুর রহমান হিরন, ছালে মাহমুদ সুমন, নজরুল ইসলাম, শাহাবুদ্দিনসহ বিভিন্ন অভিভাবক, প্রশিক্ষক এবং শিক্ষার্থী।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান এবং কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মানসিক ও শারীরিক দক্ষতা বৃদ্ধিতে আরও উৎসাহিত করা হয়।
প্রশিক্ষক হারুন অর রশিদ সুমন বলেন,
“কারাতে শেখার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মরক্ষার প্রশিক্ষণ গ্রহণ তাদের ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখবে।