লাকসামে সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশ ও নাট্যজংশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে লাকসাম সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে লাকসাম নাট্যজংশন এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী এক যোগে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নাটক খ্যাপা পাগলার প্যাচাল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

২৫ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭টায় লাকসাম উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। তিনি লাকসাম সাংস্কৃতিক জোট ও লাকসাম নাট্যজংশনের কর্মকাণ্ডে উপজেলার পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

লাকসাম সাংস্কৃতিক জোটের আহবায়ক ও লাকসাম নাট্যজংশনের দলপ্রধান গোলাম মাহবুব ছোবহানী রুবেলের সভাপতিত্বে এবং জোট সদস্য ও লাকসাম নাট্যজংশন সাংগঠনিক তত্বাবধায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করে বক্তব্য প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম মকবুল হোসেন (ইংরেজি বিভাগ) এস.এম মকবুল হোসেন, বিএনএফ হাইস্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাম, লাকসাম সিটি রানার প্রতিষ্ঠাতা ওমর ফারুক, সভাপতি আখতারুজ্জামান স্বপন, গণসংহতি আন্দোলন লাকসাম শাখার আহবায়ক জহির রায়হান সাগর, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হামিদুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, মোঃ নাজমুল হোসেন, জাহিদ আনোয়ার শান্ত প্রমুখ। এছাড়া লাকসাম সাংস্কৃতিক জোটের পক্ষে বক্তব্য প্রদান করেন, আহবায়ক গোলাম মাহবুব ছোবহানী রুবেল, যুগ্ম আহবায়ক শ্রীবাস দেবনাথ, শিশির দত্ত, সদস্য সচিব রাকিব হোসেন, সদস্য মোজাম্মেল হোসেন পেয়ার, লিটন সিংহ ও প্রাত চৌধুরী।

অনুষ্ঠানে জোটভুক্ত সংগঠমগুলোর পরিবেশনার মধ্যে ছিল, এসএম সোলাইমান রচিত ও জি.এম.এস রুবেল নির্দেশিত নাটক খ্যাপা পাগলার প্যাচাল, সঙ্গীত পরিবেশন করে সেতু সংগীত একাডেমি, সুর সাধনা সংগীত একাডেমি, ব্যান্ড শৈশব এবং নৃত্য পরিবেশন করে নৃত্যম নৃত্যকলা একাডেমি। এছাড়া সংগীত পরিবেশন করেন ফারুক হোসেন রিন্টু, রেজাউল করিম রাজু, বাদ্য যন্ত্রে অন্যান্যদের সাথে ছিলেন শুভ, আবৃত্তি করেন ফারুক হোসেন এবং বাঁশি বাজিয়ে দর্শক মাতিয়ে তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম মকবুল হোসেন।

শেষে প্রধান অতিথি, সভাপতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া ৪৭ জন শিল্পী’র হাতে লাকসাম নাট্যজংশন এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাা স্মারক তুলে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *