লাকসামে সম্পত্তি বিরোধের জেরে দুই ভাইয়ের কারাদণ্ড

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে উভয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) মিলন চাকমা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামের ফজলে রহমান মোল্লার দুই ছেলে হীরমত আলী মোল্লা (৮০) ও লিয়াকত মোল্লা (৭৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে নামজারির শুনানিতে অংশ নিতে সোমবার সকালে উপজেলা ভূমি অফিসে আসেন তারা। শুনানি শেষে বাইরে বের হতেই অফিস প্রাঙ্গণের ভেতরেই উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ সময় আশপাশের লোকজনের চিৎকারে ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ খবর দেন। পুলিশ আসার পর দণ্ডবিধি ১৮৬০ সালের ১৬০ ধারায় (সরকারি দপ্তরের সীমানার মধ্যে মারামারি করার অপরাধে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে তাদের উভয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।
ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) মিলন চাকমা বলেন, তারা সরকারি দপ্তরের সীমানার ভেতরে মারামারির মাধ্যমে দণ্ডবিধির ১৮৬০ সালের ১৬০ ধারা লঙ্ঘন করেছেন। এজন্য মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *