লাকসামে সড়ক ও জনপথের জমি দখলমুক্ত করতে ৫০০ স্থাপনা উচ্ছেদ

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে (সওজ) ও উপজেলা প্রশাসন। বুধবার (২০ আগস্ট) দিনব্যাপী মুদাফরগঞ্জ ও বিজরা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজরা বাজার থেকে প্রায় ২০০টি এবং মুদাফরগঞ্জ বাজার থেকে প্রায় ৩০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, সওজের প্রকৌশলী মো. আদনান ইবনে হাসানসহ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান প্রসঙ্গে ইউএনও কাউছার হামিদ সাংবাদিকদের বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সড়কের নকশা ও এলাইনমেন্ট অনুযায়ী দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ভবিষ্যতে কেউ পুনর্দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা জানান, বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্যের উপস্থিতিতে নির্বিঘ্নে অভিযান পরিচালনা সম্ভব হয়েছে। তিনি স্থানীয়দের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগে সড়ক ব্যবহারে জনগণের ভোগান্তি কমবে এবং বাজার এলাকায় দীর্ঘদিনের দখল ও যানজটের সমস্যার সমাধান হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *