লাকসামে সওজ’র জায়গায় নির্মিত ১৭টি দোকান উচ্ছেদ

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা বাজারে সড়ক ও জনপথ (সওজ)’র জায়গায় অবৈধভাবে নির্মিত ১৭টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ স্থাপনা উচ্ছেদ করা হয়।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল হাই সিদ্দকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহান রহমান, সওজ কুমিল্লার উপসহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দাস, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন খান, উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূঁইয়া, বিজরা বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেন খোকন, সেক্রেটারী সেলিম রেজা।

স্থানীয় এলাকাবাসী জানায়, কাতার প্রবাসী মোঃ দুলাল হোসেন, লোকমান হোসেন, বাচ্চু মিয়া কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিজরা বাজারের উত্তর প্রান্তে সড়ক ও জনপথ (সওজ)’র ১৭টি দোকান গড়ে তুলেন।

বিষয়টি নজরে আসার পর জেলা সড়ক ও জনপথ বিভাগ অভিযানে নামে।
সওজ কুমিল্লার উপসহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দাস জানান, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখার লক্ষ্যে নিয়মিত কাজের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.