লাকসামে রাধা কৃষ্ণ মন্দিরের টাকা ও গহনা চুরি

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে (শ্রিয়াং রাধা কৃষ্ণ আশ্রম) নগদ টাকা ও গহনা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার পর মন্দির বন্ধ করে দেওয়া হয়। পরের দিন বুধবার (১ জানুয়ারি) সকালে মন্দিরের প্রতিমাগুলো ফ্লোরে পাওয়া যায়।

মন্দিরের পূজারী খেলু রানি (৫৫) জানান, বুধবার সকাল ৯টায় মন্দিরে এসে দেখতে পান, প্রতিমাগুলো মাটিতে পড়ে আছে এবং সিসি ক্যামেরার তার কেটে ফেলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে সিসি ক্যামেরা গুলো আগে থেকেই নষ্ট ছিল।

চোরেরা প্রণামী বাক্স ভেঙে ৪০-৪৫ হাজার টাকা চুরি করে। এছাড়া, রাধা কৃষ্ণের গলায় থাকা সোনা ও রূপার গহনা, যার আনুমানিক মূল্য ৪-৫ লাখ টাকা, চুরি হয়। চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল- দুটি রূপার মুকুট, প্রায় তিন ভরি ওজনের দুটি নেকলেস, কানের দুল, হাতের বালা ও টিকলি।

এর এক সপ্তাহ আগে মন্দির থেকে দুটি মোটর, বৈদ্যুতিক মিটার এবং মেইন সুইচ চুরি হয়।

এদিকে, রাতে ওই গ্রামের উত্তর পাড়ায় পূজারী খেলো রানি ঘুমিয়ে পড়লে কেবা কারা বাইরে থেকে দরজা বেঁধে রাখে। সকালে ঘুম থেকে উঠে টাকাটা কি করলে প্রতিবেশীরা এসে দরজার বাঁধন খুলে তাকে ঘর থেকে বের করে।

স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র দাস ও প্রনব কুমার জানান, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এলাকায় মানুষের চলাচল ছিল। ধারণা করা হচ্ছে, রাত ১২টার পর চুরির ঘটনা ঘটে। সকালে চুরির বিষয়টি আবিষ্কার করে পূজারী স্থানীয়দের জানান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার পর মন্দির কমিটির সদস্য এবং স্থানীয়রা আতঙ্কিত ও ক্ষুব্ধ। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, চুরির ঘটনা তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *