লাকসামে রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় তারুণ্যের ভাবনা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

জাফর আহমেদ।। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের লাকসাম ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় ২৯ অক্টোবর লাকসাম নওয়াব ফয়জুননেছা সরকারি কলেজে রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় তারুণ্যের ভাবনা বিষয়ক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইয়ুথ গ্রুপের সমন্বকারী নুরুননবী মহসিনের উপস্থাপনায় সমাবেশে সভাপতিত্ব করেন পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর মোঃ সিরাজুল হক। বক্তব্য রাখেন, নওয়াব ফয়জুননেছা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন,পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফখরুল লতিফ, শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর নাজনীন আক্তার নিপা, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর খোদেজা বেগম, পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদ, ওয়াই পিএজি লাকসাম ইউনিটের সদস্য মাহমুদুল হাসান, আশরাফুল করিম রিহাদ, উম্মে হাবিবা আরজু, লাকসাম ন,ফ,স,ক, শাখা ছাত্র দলের আহ্বায়ক নুরুল হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম রুবেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লাকসাম কলেজ শাখার সভাপতি রাফাত মুনতাদির প্রমুখ।
বক্তারা বলেন, রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় তারুণ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্ম সমাজের সবচেয়ে সচেতন, উদ্যমী ও পরিবর্তন-সক্ষম অংশ। তারা যদি সহনশীলতা, শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়ার মূল্যবোধে বিশ্বাস করে, তবে রাজনৈতিক সম্প্রীতির ভিত্তি আরও দৃঢ় হবে। বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রান্ত তথ্য ও বিদ্বেষ ছড়ানো সহজ হয়ে গেছে, তাই তরুণদের উচিত যুক্তিনির্ভর চিন্তা করা এবং বিভাজনের পরিবর্তে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। বিভিন্ন রাজনৈতিক মত থাকলেও লক্ষ্য হওয়া উচিত দেশ ও জাতির উন্নয়ন। তরুণরা সাংস্কৃতিক বিনিময়, সচেতনতা কার্যক্রম ও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা গড়ে তুলতে পারে। তাদের অংশগ্রহণেই গণতন্ত্রের চর্চা হবে শক্তিশালী, আর সমাজে তৈরি হবে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের সংস্কৃতি। তাই রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় তারুণ্যের ইতিবাচক ভাবনা ও কর্মই একটি উন্নত, ঐক্যবদ্ধ ও অগ্রসর বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে বক্তারা তাদের বক্তব্যে মত প্রকাশ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *