কুমিল্লার লাকসামে রাস্তার পাশে রাইস মিলের ফেলে দেয়া জ্বলন্ত ছাইতে পুড়ে মারা গেলো ৩ বছরের শিশু রায়হান।
লাকসাম পৌর এলাকার ৯নং ওয়ার্ডে কাদ্রা গ্রামের শাহআলমের ছেলে রায়হান। কাদ্রা এলাকায় আলিফ অটো রাইস মিলের জ্বলন্ত ছাই সবসময় পার্শ্ববর্তী খোলা স্থানে ফেলে রাখতে দেখা যায়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ মে শিশু রায়হান সহপাঠিদেরকে নিয়ে বল খেলছে। হঠাৎ বলটি গিয়ে পড়ে ছাইয়ের স্তুপে। বলটি তুলে আনতে যায় শিশু রায়হান। হঠাৎ শিশুটির শোর চিৎকার। এসময় সঙ্গীয়রা চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। উদ্ধার করে শিশুটিকে। তৎক্ষনে পুড়ে যায় রায়হান। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় শিশুটিকে শেখ হাসিনা বার্ন ইনষ্টিটিউট হাসপাতালে স্থানান্তর করে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৪ দিনপর শুক্রবার ভোরে শিশু রায়হান মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এখনও থানায় কোন অভিযোগ দায়ের করেনি।