লাকসামে যুবদলের দুই নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

আইন-অপরাধ আরো কুমিল্লা পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
লাকসাম উপজেলার সাবেক ছাত্রদলের নেতা সাইমুন রহমান রকি ও সাইদ হাসান শাকিলের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করায় এর নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে লাকসাম-মনোহরগঞ্জ দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বাইপাস এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সদস্য মো.ছাকিব মজুমদার,লাকসাম উপজেলা ছাত্রদলের নেতা মো:ঈশান, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি ইকরাম হোসেন, এডভোকেট আরিফুর রহমান সৈকত প্রমুখ। এসময় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনের শিকার, জাতীয়বাদের সত্যিকারের অকুতোভয় যোদ্ধা, মানবতার কারিগর, মিথ্যা মামলায় কারাভোগী নির্যাতিত, তরুণ প্রজন্মের আইকন ছাত্রদলের নেতা সাইমুন রহমান রকি ও সাইদ হাসান শাকিল দুই নেতার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও হামলার ঘটনার সময় সুরক্ষা হাসপাতালে সিসিটিভি ফুটেজ রেকর্ড উদ্ধার করে ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিদ্রুত এর নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। কারামুক্তি ও মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। পরে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদল ও সরকারি কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বের হওয়া বিক্ষোভ মিছিলটি লাকসাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেটের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ জুন লাকসাম দক্ষিণ বাইপাস সুরক্ষা হাসপাতালের সামনে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষের লোকজন আহত হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছাত্রলীগের নেতা ইফতেখার অনিক, ফেরদৌস আলম সৌরভকে কুমিল্লা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ২৮জুন ইফতেখার অনিকের মৃত্যু হয়। থানায় প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় ছাত্রদল নেতা সাইমুন রহমান রকি ও সাইদ হাসান শাকিলসহ ৬ জনকে আসামী করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.