
সেলির চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৭ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশ দূষণ, লাইসেন্সবিহীন পলিথিন উৎপাদন এবং নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠান ও চারজন ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে কাদরা এলাকার আলিফ রাইস মিল পরিবেশ দূষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়। ফায়ার সার্ভিস সংলগ্ন মদীনা এন্টারপ্রাইজকে লাইসেন্স ছাড়া পলিথিন তৈরির অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দৌলতগঞ্জ বাজারে কারেন্ট জাল ও রিং জাল বিক্রির অভিযোগে চারজন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা। এ সময় কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবং লাকসাম থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।