লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড.ইউনুস ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জিএম দীলিপ চন্দ্র দাস, মুক্তিযুদ্ধা আবুল হোসেন ননী, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, আলী আহমদ, হারুন রশীদ, আবদুল আউয়ালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জমি ও গৃহহীন পরিবারের সদস্য।
মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন-গৃহহীনরা জমি ও গৃহের চাবি পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।