সারিয়া চৌধুরী, লাকসামঃ
২৩ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্বা দল লাকসাম উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা কুমিল্লা রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলা মুক্তিযোদ্বা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুর রহমান বাদল, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. মুহাম্মদ নুর উল্লাহ্ রায়হান, সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শাহআলম, আলহাজ্ব নুর হোসেন চেয়ারম্যান, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব যতাক্রমে গোলাম ফারুক, আবুল হোসেন মিলন, বেলাল রহমান মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ হোসেন মুশু, মাস্টার মোস্তফা কামাল, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সদস্য নুরুন নবী মজুমদার।
অন্যনদের মাঝে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা মুক্তিযোদ্বা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল বারী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতাতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।
বিএনপি মানেই স্বাধীনতার স্বপক্ষের দল।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি যোদ্ধা মন্ত্রণালয় গঠন করে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছেন।
