
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লা লাকসামে মোঃ শহিদুর রহমান (৬০) এর বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
২৮ জুলাই (সোমবার) সন্ধ্যা ৭টায় উত্তর লাকসামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শহিদুর রহমান লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মো. শাহজালাল কর্তৃক মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন বলে জানান।
এসময় তার সাথে ছোট ভাই আবুল কাশেম ও ছেলে সিরাত জিন্নাত সাইফ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মো. শহিদুর রহমান তার বক্তব্যে বলেন, গত ২৫ জুলাই এলাকার প্রভাবশালী দুষ্ট প্রকৃতির লোক মামলাবাজ মোঃ শাহজালাল কর্তৃক তিনিসহ ৪ জনের বিরুদ্ধে লাকসাম থানায় জখম সংক্রান্ত একটি মিথ্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন, মামলায় বর্ণিত, জোর করে বেদখল করে ঘর উঠানোর চেষ্টা, মোঃ শাজালালকে গালাগালি করা এবং হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করে নীলা ফুলা জখম করা সহ যেসব অভিযোগ করা হয়েছে তার সবই চরম মিথ্যা ও বানোয়াট। এই মামলায় নিজেকে নির্দোষ দাবি করে উল্লিখিত মিথ্যা মামলা থেকে রেহাই পেতে তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ, সাংবাদিকসহ সকালের সহায়তা কামনা করেন।