কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধঃ
কসামে গ্যাসের ভয়ংকর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল এলাকাবাসী এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। ওই সংবাদ প্রকাশের প্রেক্ষিতে বুধবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ওই সংযোগটি বিচ্ছিন্ন করেছে। বর্তমানে সকল ধরনের গ্যাস সংযোগ বন্ধ থাকলেও গত কয়েক মাস আগে লাকসাম দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মোস্তফা আনোয়ারের নব-নির্মিত ৬ তলা ভবনের কাজ চলমান থাকা অবস্থায় ওই ভবনে গ্যাস সংযোগ দেওয়া হয় । ২২ এপ্রিল সন্ধ্যায় নতুন সংযোজিত রেগুলেটর দিয়ে গ্যাস লিকেজ হওয়ার কঠিন শব্দে আতংকিত হয়ে পড়ে এলাকাবাসী। অগ্নিকাণ্ডের ভয়ে খবর দেওয়া হয় বাখরাবাদ গ্যাস অফিসে এবং লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে। পরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লাকসাম এর ইনচার্জ অতুল নাগের সহযোগিতায় গ্যাস লাইনটি বন্ধ করা হয় এবং রেগুলেটরটি খুলে নিয়ে যায়৷
রেগুলেটরটি খুলে নেওয়ার পর বাড়ির মালিক মোস্তফা আনোয়ার বাখরাবাদ গ্যাস অফিসে যোগাযোগ এবং বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন না করায় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ওই সংযোগটি অবৈধ হিসেবে চিহ্নিত করে ১০মে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেয়। তবে কোনো আইন গত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট করেননি কর্তৃপক্ষ৷
লাকসাম অফিসের কর্মকর্তা কর্মচারী এবং কুমিল্লা থেকে আগত রাইজার টিম অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযানে অংশগ্রহণ করে।